দাতব্য হাসপাতাল

প্রসূতি ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রত্যন্ত গ্রাম মোমিনপুরে গতকাল বৃহস্পতিবার বিকেলে এইচ এস মেমোরিয়াল নামে একটি দাতব্য হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গ্রামের প্রবাসী তিন ভাইবোন এই হাসপাতালটি নির্মাণ করছেন। হাসপাতালটির প্রধান উদ্যোক্তা আবদুর রহমান বলেন, তিনি ও তাঁর ভাই সাইফুল ইসলাম যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাঁদের একমাত্র বোন নাসরিন হুসাইন ইতালিতে থাকেন। তাঁরা তাঁদের মরহুম বাবা আবদুল হাই খন্দকারের স্মৃতির উদ্দেশ্যে ১০ শয্যাবিশিষ্ট এই দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করছেন।