দুই বোনকে অ্যাসিড ছোড়ার মামলায় খালাতো ভাইবোনের যাবজ্জীবন

অ্যাসিড-সন্ত্রাসের শিকার নারী
প্রতীকী ছবি

চট্টগ্রামে আপন দুই খালাতো বোনকে অ্যাসিড ছুড়ে মারার মামলায় খালাতো ভাই ও বোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নার্গিস আক্তার এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত দুজন হলেন—খালাতো ভাই ইফতেখার লতিফ ও খালাতো বোন শারমিন ফারজানা।

সরকারি কৌঁসুলি তসলিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আপন দুই খালাতো বোনকে অ্যাসিড ছুড়ে মারার মামলায় খালাতো দুই ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২ অক্টোবর সকালে নগরের চকবাজারের জয়নগর এলাকায় বাসায় আপন দুই বোন মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে কে বা কারা অ্যাসিড ছুড়ে মেরে পালিয়ে যায়। তখন বাসায় ছিলেন তাঁদের খালাতো বোন শারমিন ফারজানা। মুনতাহার বিয়ে ঠিক হয়। এ নিয়ে তাঁর বাবা-মা ঘটনার আগের দিন গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায় যান। খবর পেয়ে তাঁরা বাসায় ছুটে আসেন। এ ঘটনায় মুনতাহার বাবা আনোয়ারুল মুবিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনার দিন বাসায় থাকা শারমিন ফারজানাকে আটক করে। একপর্যায়ে তিনি পুলিশের কাছে স্বীকার করেন, খালাতো বোন মুনতাহা বয়সে তাঁর ছোট। এ কারণেই ঈর্ষান্বিত হয়ে তিনি তাঁকে অ্যাসিড ছুড়ে মারেন। আরেক খালাতো বোন দেখতে সুন্দরী হওয়ায় তাঁকেও অ্যাসিড মারেন। এ কাজে তাঁকে সহযোগিতা করেন তাঁর ভাই ইফতেখার।

শারমিন পুলিশকে জানান, ঘটনার আগে তাঁর ভাই ইফতেখার তাঁকে অ্যাসিডের বোতল এনে দেন। তদন্ত শেষে পুলিশ দুই ভাইবোনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১১ সালের ২৮ এপ্রিল দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। ২২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।