দেশে এল সিনোফার্মের আরও ১০ লাখ টিকা

প্রতীকী ছবি

চীনের তৈরি সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশের একটি কার্গো ফ্লাইটে করে এসব টিকা দেশে পৌঁছায়। শনিবার রাত সাড়ে ১১টার পর টিকা নিয়ে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আরও ১০ লাখ ডোজ টিকা দেশে আসার পথে রয়েছে। রাত তিনটার দিকে আরেকটি ফ্লাইটে সিনোফার্মের সেই টিকা দেশে আসার কথা রয়েছে।

মাইদুল ইসলাম জানান, সোমবার যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার ৩০ লাখ ডোজ দেশে আসার কথা রয়েছে।
চীনের সিনোফার্ম ইন্টারন্যাশনাল নামের কোম্পানি থেকে আগের চেয়েও কম দামে করোনার দেড় কোটি টিকা (ভ্যাকসিন) কেনা হচ্ছে।

তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছিল ৩ জুলাই দিবাগত রাতে।
সব মিলিয়ে আগামী দুই মাসের কম সময়ের মধ্যে বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ প্রায় দুই কোটি ডোজ টিকা পাবে। এর মধ্যে সোমবারের মধ্যে দেশে আসছে ৫০ লাখ টিকা।