default-image

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।  
আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ভূমিকম্প সেন্টার থেকে জানানো হয়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের সামসি থেকে উত্তর-উত্তর-পশ্চিমে ৩৩ কিলোমিটার দূরে। ঢাকা থেকে এই স্থানের দূরত্ব ৪০৩ কিলোমিটার।

পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর সৈয়দপুরের প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, সেসব এলাকার অনেক স্থানে আতঙ্কে মানুষজন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। এসব স্থানে ঘরবাড়ি ও  গাছপালা কেঁপে উঠেছিল। তবে কোথাও থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অন্য কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন