নম পার্কের উদ্বোধন
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় নাসিম ওসমান মেমোরিয়াল অ্যামিউজমেন্ট পার্ক (নম পার্ক) উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র জানায়,সাংসদ শামীম ওসমানের সুপারিশের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্পত্তি শাখা গত ১০ ফেব্রুয়ারি তাদের ১ দশমিক ৪৪ একর ভূমি অস্থায়ী ভিত্তিতে ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদকে অনুমতি দেয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস সেখানে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে পার্ক নির্মাণ করতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের মালিকানাধীন মেসার্স জেড এন টির সঙ্গে ইজারা চুক্তি করেন। এ চুক্তি অনুযায়ী ভাড়া হিসেবে বছরে দুই লাখ টাকা পাবে উপজেলা পরিষদ।