নাগরিক সংবাদে ছবি প্রকাশের পরই সড়ক সংস্কার

প্রথম ছবিটি মগবাজার এলাকার বেসরকারি আদ্ দ্বীন হাসপাতাল ও কলেজের গলির জলাবদ্ধতার। ছবিটি ১২ নভেম্বর প্রকাশ হয় নাগরিক সংবাদে। এই ছবি প্রকাশের পরই ১৪ নভেম্বর ওই সড়কের এ চিত্র দেখা গেল। ছবি: লেখক
প্রথম ছবিটি মগবাজার এলাকার বেসরকারি আদ্ দ্বীন হাসপাতাল ও কলেজের গলির জলাবদ্ধতার। ছবিটি ১২ নভেম্বর প্রকাশ হয় নাগরিক সংবাদে। এই ছবি প্রকাশের পরই ১৪ নভেম্বর ওই সড়কের এ চিত্র দেখা গেল। ছবি: লেখক

প্রথম আলোর নাগরিক সংবাদ পাতায় ছবি প্রকাশের পরই সড়ক সংস্কার হয়ে গেল। গত ১২ নভেম্বর রাজধানীর মগবাজার এলাকার বেসরকারি আদ্-দ্বীন হাসপাতাল ও কলেজের গলির জলাবদ্ধতার ছবি প্রকাশিত হয় নাগরিক সংবাদে। এর পরেই ওই সড়কের ময়লা-দুর্গন্ধময় পানি সরে যায়।

দীর্ঘদিন ধরে রাজধানীর মগবাজার এলাকা থেকে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সরু গলিতে ময়লা-দুর্গন্ধময় পানি ছিল। এ পানি মাড়িয়ে সাধারণ পথচারীসহ, স্কুলের শিক্ষার্থীদের পথ চলতে হত। রোগীদের চিকিৎসাসেবা নিতে হাসপাতালে যেতে চরম দুর্ভোগ পোহাতে হত। গত ১২ নভেম্বর এ দুর্ভোগের ছবি নাগরিক সংবাদের ক্যাপশন নিউজ আকারে প্রকাশ হয়। এর দু দিন পরে ওই সড়কের ময়লা-দুর্গন্ধময় পানি সরে যায়। কে বা কারা এ কাজ করেছে, তা জানা যায়নি। তবে ময়লা-দুর্গন্ধময় পানি মাড়িয়ে ওই পথে আর হাঁটতে হবে না ভেবে সবাই বেশ খুশি।

পথের ময়লা-দুর্গন্ধময় পানি সরে যাওয়ায় ওই সড়কের দোকানদার, পথচলা মানুষ প্রথম আলোকে ধন্যবাদ জানিয়েছে।