নানা আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, প্রার্থনাসভা, দুস্থদের মাঝে খাবার বিতরণ। ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং সমমনা বিভিন্ন সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় লেখেন, ‘ভারতের মহান বন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি সব সময় তাঁর সুখী জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনে ঢাকা মহানগর আওয়ামী লীগ বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে। এতে দলের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তাতে দলের নেতা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা অংশ নেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গতকাল জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন স্থানে এতিমখানা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করে। শিশু একাডেমী প্রাঙ্গণে শিশুদের আনন্দ উৎসবের আয়োজন করা হয়। একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন কেক কেটে উৎসবের সূচনা করেন।
সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ ও বঙ্গমাতা পরিষদ। ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের সামনে একই কর্মসূচি পালন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় কমিটি শিল্পকলা একাডেমীতে ও যুবলীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে।
এ ছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ শেখ হাসিনার জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন করে।