হাজির হলেন নিঝুম মজুমদার, লিখিত ব্যাখ্যা দিতে বললেন হাইকোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক বোর্ডের লিগ্যাল টিমের কো-অর্ডিনেটর দাবি করে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড বিষয়ে গোলাম মারুফ মজুমদারকে (নিঝুম মজুমদার) অবস্থান ব্যাখ্যা করতে বলেছেন হাইকোর্ট। তাঁকে হলফনামা আকারে ১০ ফেব্রুয়ারির মধ্যে তাঁর বক্তব্য আদালতে দাখিল করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে আদালত ইভ্যালির সাবেক বোর্ডের লিগ্যাল টিমের কো-অর্ডিনেটর দাবি করে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোডকারী নিঝুম মজুমদারকে আদালতে হাজির হতে নির্দেশ দেন হাইকোর্ট। আজ সকালে নিঝুম মজুমদার আদালতে হাজির হন। তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তখন আদালত তাঁকে হলফনামা আকারে লিখিত বক্তব্য দিতে বলেন।

ইভ্যালিতে পণ্য অর্ডার দিয়ে অর্থ পরিশোধের পর পণ্য ও অর্থ ফেরত না পেয়ে মো. ফরহাদ হোসেন নামে ইভ্যালির এক গ্রাহক গত সেপ্টেম্বরে হাইকোর্ট আবেদন করেন। গত বছরের ১৮ অক্টোবর আদালত ইভ্যালি ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেন। এর ধারাবাহিকতায় ইভ্যালির সাতটি গাড়ি নিলামের প্রক্রিয়া পরিচালনাসহ কয়েকটি বিষয় নিয়ে পরিচালনা পর্ষদ একটি আবেদন করে, যার ওপর গতকাল সোমবার শুনানি হয়। শুনানিতে ইভ্যালির সাবেক বোর্ডের লিগ্যাল টিমের কো-অর্ডিনেটর দাবি করে নিঝুম মজুমদারের ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার বিষয়টি ওঠে। পরে আদালত নিঝুম মজুমদারকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

আরও পড়ুন