নিরপেক্ষ তদন্ত কমিটি চায় বাগেরহাট সাংবাদিক সমিতি

সাংবাদিক রোজিনার মুক্তি চেয়ে ঢাকাস্থ বাগেরহাট সাংবাদিক সমিতির মানববন্ধন।
সংগৃহীত

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাকে হয়রানির ঘটনায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ঢাকাস্থ বাগেরহাট সাংবাদিক সমিতি।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে ঢাকায় কর্মরত বাগেরহাট জেলার সাংবাদিকেরা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আশিষ কুমার দে, আহ্বায়ক রুহুল আমিন, সদস্যসচিব অলক বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, মো. মিজান, নাসির আহমেদ ও তালুকদার রুমি প্রমুখ।