অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাংসদ কাজিম উদ্দিন ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আশরাফুল আলম।
শরীফ আহমেদ বলেন, সরকার পরিবেশবান্ধব নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে নির্মাণসামগ্রী যাতে পরিবেশবান্ধব হয়, সে জন্য নানামুখী উদ্যোগ নিচ্ছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ইটভাটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। এতে উর্বর মাটি পোড়ানো হয়, যা কৃষিজমির জন্য ক্ষতিকর। এটি কমাতে পরিবেশবান্ধব নির্মাণে গুরুত্ব দিতে হবে ও ইটভাটার ব্যবহার কমিয়ে আনতে হবে।
মো. শহীদ উল্লা খন্দকার আরও বলেন, ‘এইচবিআরআই থেকে যাতে আরও গবেষণা হয় ও জনবল বাড়িয়ে কাজের গতি বাড়ানো যায়, সে জন্য গবেষণায় বরাদ্দ বেশি করা ও জনবল নিয়োগের ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।’
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আশরাফুল আলম সরকারকে এইচবিআরআইয়ের প্রতি বিশেষ নজর দিতে, জনবল বাড়াতে, গবেষণায় বরাদ্দ বৃদ্ধিতে ও অবসর পাওয়া কর্মচারী ও কর্মকর্তাদের পেনশন দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে টেলিভিশন থেকে দুজন, প্রিন্ট মিডিয়া থেকে তিনজন ও অনলাইন মিডিয়া থেকে দুজন সাংবাদিককে ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন এডপয়েন্টের প্রধান নির্বাহী আফতাব বিন তমিজ।