পর্যবেক্ষক সংস্থা, সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপে বসছে ইসি

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত মার্চ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ করছে
ফাইল ছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। ৯ জুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং ১২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপের তারিখ ঠিক করা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত মার্চ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ করছে। ইতিমধ্যে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছে ইসি।

ইসি সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপের পর ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হবে। তবে কবে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে, তা এখনো ঠিক হয়নি।