পাঠ্যসূচিতে 'স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস'

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষের সব বিভাগের শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ নামের একটি আবশ্যিক কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকেই এর পাঠদান শুরু হবে।
গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলোচ্য কোর্সটির গুরুত্ব বিবেচনায় রেখে অধিভুক্ত সব কলেজে ইতিহাস বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।