পাল্টাপাল্টি উপজেলা কমিটি ঘোষণা, হরতালের ডাক

খুলনায় বিএনপির নয়টি উপজেলা ও একটি পৌর কমিটি গঠন নিয়ে দলের দুই পক্ষের মধ্যে আবারও বিরোধের সৃষ্টি হয়েছে। দলের জেলা কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম ঢাকায় বসে গত বুধবার ওই কমিটিগুলোর প্রতিটির আহ্বায়ক ও প্রথম যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করার পর দুই পক্ষের বিরোধ তুঙ্গে ওঠে। জেলা কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম পক্ষ আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক শরীফ শাহ কামালকে বহিষ্কারের দাবি জানিয়ে উপজেলাগুলোতে পাল্টা কমিটিও ঘোষণা করেন। একই দাবিতে শফিকুল আলমের সমর্থকেরা ১০ নভেম্বর খুলনা শহরে অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে।শফিকুল আলম অভিযোগ করন, জেলা আহ্বায়ক তাঁর সঙ্গে কোনো আলাপ-আলোচনা ছাড়াই এসব কমিটির আহ্বায়ক ও প্রথম যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করেছেন। ঘোষণার আগে তিনি কিছুই জানতেন না। তবে মাজেদুল ইসলাম দাবি করেন, ‘শফিকুল আলমের সঙ্গে আলোচনার মাধ্যমেই ওই কমিটিগুলো গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে কমিটির আহ্বায়ক ও প্রথম যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়েছে। পরে যুগ্ম আহ্বায়কসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’দলীয় সূত্রে জানা গেছে, জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম বুধবার দলের নয়টি উপজেলা ও একটি পৌর কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করেন। রূপসায় আহ্বায়ক শেখ আব্দুর রশীদ ও প্রথম যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, তেরখাদায় আহ্বায়ক চৌধুরী কওসার আলী ও প্রথম যুগ্ম আহ্বায়ক মেজবাউল আলম, বটিয়াঘাটায় আহ্বায়ক আমির এজাজ খান ও প্রথম যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, দিঘলিয়ায় আহ্বায়ক সাইফুর রহমান ও প্রথম যুগ্ম আহ্বায়ক আ. রকিব মল্লিক, দাকোপে আহ্বায়ক আবুল খায়ের খান ও প্রথম যুগ্ম আহ্বায়ক দেব প্রসাদ গাইন, ফুলতলায় আহ্বায়ক কওসার আলী জমাদ্দার ও প্রথম যুগ্ম আহ্বায়ক সরদার আলাউদ্দিন, ডুমুরিয়ায় আহ্বায়ক গাজী তফসির আহমেদ ও প্রথম যুগ্ম আহ্বায়ক খান আলী মনসুর, পাইকগাছায় আহ্বায়ক জি এ সবুর ও প্রথম যুগ্ম আহ্বায়ক রুহুল কুদ্দুস, কয়রায় আহ্বায়ক মোমরেজুল ইসলাম ও প্রথম যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান এবং পাইকগাছা পৌর কমিটির আহ্বায়ক মাফতুম আহমেদ ও প্রথম যুগ্ম আহ্বায়ক এ টি এম মনিরুজ্জামান। মাজেদুল ইসলামের ওই ঘোষণার প্রতিবাদে শফিকুল আলমের পক্ষ গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের জেলা বিএনপির কার্যালয়ে জরুরি সভা করেন। সভায় ৮ নভেম্বর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও ১০ নভেম্বর খুলনা শহরে অর্ধবেলা হরতাল কর্মসূচির সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সভা থেকে নয়টি উপজেলা ও একটি পৌরসভার পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্যা আবুল কাসেমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ, সৈয়দ শহীদুল্লাহ, সরদার আলাউদ্দিন। এ ছাড়া জেলা কমিটির ২০ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।মাজেদুল ইসলামের ঘোষণার প্রতিবাদে জেলা কমিটির সদস্য মনিরুল হাসানের নেতৃত্বে রূপসা বিএনপি বুধবার বিকেলে মিছিল সমাবেশ করেছে। নগরের কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আহ্বায়ক মাজেদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক শরীফ শাহ কামাল ঢাকায় বসে যে কথিত কমিটি ঘোষণা করেছেন, খুলনাবাসী তা মেনে নেবে না। তাঁরা মাজেদ-শরীফকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করেন।এ ছাড়া তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের দাবিতে বুধবার সকালে সভা করেছে ডুমুরিয়া উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি বদরুজ্জামান তসলিম।