পুলিশের জন্য এল ৬ ঘোড়া
যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে উন্নত মানের ছয়টি রাইডিং হর্স (ঘোড়া) আমদানি করেছে বাংলাদেশ পুলিশ। আজ বুধবার বিকেলে পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে এ ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসে।
বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের নামে এ ঘোড়াগুলো কেনা হয়েছে। সরবরাহকারী হিসেবে ঘোড়াগুলো পৌঁছানোর দায়িত্ব পেয়েছে ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান।
ভারতের বারাসাত এলাকার বিধাতা সাপ্লাইয়ারস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো কেনা হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ঘোড়াগুলোর আমদানি মূল্য ৬২ হাজার ৪০০ মার্কিন ডলার।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) রাসেল সারওয়ার আজ রাতে প্রথম আলোকে বলেন, বিকেল ৪টার দিকে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসার পরে তা ছাড় করে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের উদ্দেশে পাঠানো হয়েছে।