প্রলয়ের বাঁচার আকুতি

প্রলয় চৌধুরী
প্রলয় চৌধুরী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী প্রলয় চৌধুরী লিভার জটিলতায় ভুগছেন। টাকার অঙ্কে অর্ধকোটি টাকা লাগবে তাঁর সেরে উঠতে। স্কুলশিক্ষক মা-বাবা ছেলেকে নিয়ে এখন পুরোপুরি অসহায়।

দীর্ঘদিন ধরেই প্রলয় লিভারজনিত সমস্যায় ভুগছেন। গত ৮ মে ও ১৪ জুন তাঁকে দুবার ঢাকা ও কলকাতার হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা বলেছেন, তাঁর লিভার প্রতিস্থাপন করতে হবে; যা দেশে সম্ভব নয়। প্রলয় এখন চেন্নাইয়ের গ্লিনগলেস গ্লোবাল হেলথ সিটিতে চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে লিভার প্রতিস্থাপন করতে হবে। শুধু প্রতিস্থাপনের খরচই ৩৫ থেকে ৪০ লাখ টাকা। আর ওষুধ ও আনুষঙ্গিক খরচ বাবদ ১৫ থেকে ২০ লাখ টাকা দরকার। সব মিলিয়ে প্রয়োজন প্রায় ৬০ লাখ টাকা। কিন্তু পরিবারের পক্ষে ব্যয়বহুল এই খরচ বহন করা সম্ভব নয়। প্রলয়কে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে পরিবার।

যোগাযোগ: ০১৮১৫০২৫৪৬২

বিকাশ: ০১৭৩১৮৮৫৩৯৩, ০১৭৬০৩৫৬১৬০

অ্যাকাউন্ট: প্রলয় চৌধুরী,

এমএসএ ১০৭০৩, 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বড় দারোগারহাট এসএমই সার্ভিস সেন্টার, সীতাকুণ্ড, চট্টগ্রাম।