ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। আজ বুধবার বিকেলে তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের স্থলাভিষিক্ত হলেন।
ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও নতুন দুই মহাপরিচালকের উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সব বিভাগের উপপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও এ অনুষ্ঠানে যোগ দেন।
বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন তাঁর বক্তব্যে গত তিন বছরের বেশি সময়ের কর্মজীবনের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। তিনি তাঁর সাধ্যমতো ফায়ার সার্ভিসকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। নবনিযুক্ত মহাপরিচালক সেই ধারা অব্যাহত রেখে উন্নয়নের প্রক্রিয়া আরও বেগবান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের শহীদ সদস্যদের এবং বিভিন্ন দুর্ঘটনায় অপারেশনাল কাজে আত্মাহুতি দেওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বিদায়ী মহাপরিচালকের দেখানো পথ ধরে ফায়ার সার্ভিসকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তাঁর কর্মকালে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন।