ফেরিডুবির ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি

পাটুরিয়া ঘাটে কাত হয়ে আংশিক ডুবে যাওয়া ফেরির পাশে নদী থেকে পণ্যবাহী ট্রাক উদ্ধার করছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার বিকেলে
ছবি: এম রাশেদুল হক

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গতকাল বুধবার শাহ আমানত ফেরি ডুবে যাওয়ার ঘটনা তদন্ত করবে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ উপকমিটি গঠন করা হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সদস্য শাজাহান খানকে আহ্বায়ক করে গঠিত উপকমিটির অন্য সদস্যরা হলেন রনজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ ও আছলাম হোসেন।

কমিটি দেশের সব সমুদ্রবন্দরের জন্য একক আইন করার সুপারিশ করেছে। এ ছাড়া সব নদ-নদী পর্যায়ক্রমে দখলমুক্ত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ, আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন।