ফ্রেশ টিস্যুর উদ্যোগে দেশজুড়ে বিনা মূল্যে ব্রেস্ট স্ক্রিনিং

স্তন ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ফ্রেশ টিস্যুর উদ্যোগে শুরু হয়েছে ক্যাম্পেইন ‘ফ্রেশ বাংলাদেশ’। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিনা মূল্যে ব্রেস্ট স্ক্রিনিংয়ের সুযোগ–সংবলিত মোবাইল ক্লিনিক ঘুরবে টেকনাফ থেকে তেঁতুলিয়া।

অনলাইনে রেজিস্ট্রেশন করে যে কেউ নির্দিষ্ট পয়েন্টে উপস্থিত হয়ে বিনা মূল্যে ব্রেস্ট স্ক্রিনিং করাতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রেশ টিস্যুর আয়োজনে ‘ফ্রেশ বাংলাদেশ’ শীর্ষক এই মেডিকেল ক্যাম্প বিনা মূল্যে ব্রেস্ট স্ক্রিনিংয়ের সুযোগ প্রদান করবে। তবে কোনো ওষুধ বা চিকিৎসার ব্যবস্থাপনাপত্র দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ টিস্যুর উদ্যোগে কয়েক বছর ধরে দেশে ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে। স্তন ক্যানসার সচেতনতায় রাজধানীতে পিংক ইলুমিনেশন, দেশজুড়ে স্ক্রিনিং ও কনসালট্যান্সির সুযোগসংবলিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। এ ছাড়া বিভিন্ন সচেতনতামূলক বিজ্ঞাপন নির্মাণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।

রেজিস্ট্রেশনের নিয়ম: ‘ফ্রেশ বাংলাদেশ’র ওয়েবসাইটে www.freshbangladesh.org গিয়ে ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করতে হবে। ফর্মে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর সবশেষে ‘রেজিস্ট্রেশন সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইলে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার নিশ্চিতকরণ মেসেজ পাওয়া যাবে। রেজিস্ট্রেশন ফরম পেতে https://freshbangladesh.org/registration ঠিকানায় ক্লিক করতে হবে।