বন্যাকবলিত তিন জেলার ১১৬৬টি সাইট সচল: বিটিআরসি

নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রয়োজনীয় জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে
ছবি: অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সৌজন্যে

দেশের বন্যাদুর্গত তিন জেলা—সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার ২ হাজার ৫২৮টি মোবাইল নেটওয়ার্ক সাইটের মধ্যে ১ হাজার ১৬৬টি ইতিমধ্যে সচল হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হালনাগাদ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা—এই তিন জেলায় মোট ২ হাজার ৫২৮টি সাইটের মধ্যে ৫১২টি সাইট বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের আওতাবহির্ভূত রয়েছে। তবে ইতিমধ্যে ১ হাজার ১৬৬টি অচল সাইট অপারেটরের সার্বিক প্রচেষ্টায় সচল করা হয়েছে।

এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ৬২৯টি সাইটের মধ্যে কিছু সাইট সচল ছিল। ২২৮টি সাইট পুনরায় সচল হয়েছে। এখনো অসচল রয়েছে ৩১২টি সাইট। সবচেয়ে বেশি সাইট সিলেট জেলায়। সেখানে ১ হাজার ৩৩৯টি সাইটের মধ্যে ৬৮১টি সাইট পুনরায় সচল হয়েছে। অসচল সাইট আছে ১৯৪টি। অপরদিকে নেত্রকোনায় ৫৬০টির মধ্যে ২৫৭টি সাইট পুনরায় সচল হয়েছে। এখনো জেলাটিতে অসচল রয়েছে ৬টি সাইট।

অবশিষ্ট অচল সাইটগুলো অতি দ্রুত সচল করার আশাবাদ জানিয়ে বিটিআরসি বলেছে, অপারেটরদের অক্লান্ত পরিশ্রম ও বন্যাদুর্গত এলাকায় পানির পরিমাণ কিছুটা কমতে শুরু করায় অপারেটরদের অচল সাইটগুলো ক্রমান্বয়ে সচল হচ্ছে।

এর আগে গত শনিবার বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যাদুর্গত এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা দিতে বিটিআরসি একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করেছে। কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সরাসরি তত্ত্বাবধানে তারা কাজ করছে।

সংশ্লিষ্ট মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের মাধ্যমে নেটওয়ার্ক সচল ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে প্রয়োজনীয় জেনারেটর, অপটিক্যাল ফাইবার ও পর্যাপ্ত জ্বালানি তেলের জোগান দেওয়ার ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানায় বিটিআরসি।

আরও পড়ুন