বন্যাকবলিত তিন জেলার ৯৮৪টি সাইট সচল: বিটিআরসি
দেশের বন্যাদুর্গত তিন জেলা—সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার ২ হাজার ৫২৮টি মোবাইল নেটওয়ার্ক সাইটের মধ্যে ৯৮৪টি ইতিমধ্যে সচল হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হালনাগাদ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা—এই তিন জেলায় মোট ২ হাজার ৫২৮টি সাইটের মধ্যে ৭০৩টি সাইট বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের আওতাবহির্ভূত রয়েছে। তবে ইতিমধ্যে ৯৮৪টি অচল সাইট অপারেটরদের সার্বিক প্রচেষ্টায় সচল করা হয়েছে।
অবশিষ্ট অচল সাইটগুলো অতি দ্রুত সচল করার আশাবাদ জানিয়ে বিটিআরসি বলেছে, অপারেটরদের অক্লান্ত পরিশ্রম ও বন্যাদুর্গত এলাকায় পানির পরিমাণ কিছুটা কমতে শুরু করায় অপারেটরদের অচল সাইটগুলো ক্রমান্বয়ে সচল হচ্ছে।
এতে আরও বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সিলেট বিভাগের অন্যান্য এলাকায় বিভিন্ন ক্যাটাগরির মোট ১০৫টি আইএসপি অপারেটর সেবা প্রদান করে আসছে। তাঁদের ৩৭৫টি পয়েন্ট অব প্রেজেন্সের (পপ) মধ্যে ৩৩৯টি কার্যকর রয়েছে।
এর আগে গত শনিবার বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যাদুর্গত এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা দিতে বিটিআরসি একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করেছে। কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সরাসরি তত্ত্বাবধানে তারা কাজ করছে।
সংশ্লিষ্ট মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের মাধ্যমে নেটওয়ার্ক সচল ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে প্রয়োজনীয় জেনারেটর, অপটিক্যাল ফাইবার ও পর্যাপ্ত জ্বালানি তেলের জোগান দেওয়ার ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানায় বিটিআরসি।