বন্যায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচর গ্রামের মানুষ নৌকায় অবস্থান করছে
ছবি: প্রথম আলো

সিলেটে ভয়াবহ বন্যায় আটকে পড়াদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এ ছাড়া বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ঢুকে পড়া পানি সরিয়ে নিতে কাজ করছে তারা।

সিলেটের বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে বন্যায় উদ্ধারকাজের মনিটরিং সেল খোলা হয়েছে। সিলেটের ফায়ার স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা রাত-দিন ২৪ ঘণ্টা সিলেটের বিপদগ্রস্ত মানুষের পাশে আছি।’ খবর বিজ্ঞপ্তির।