বরিশালে চার ইউপির নির্বাচন স্থগিত, টাঙ্গাইলের ওসি প্রত্যাহার

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি: প্রথম আলো

নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় বরিশাল বিভাগের চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া টাঙ্গাইলের একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

সোমবার ইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ও বিদ্যানন্দপুর ইউপির নির্বাচন এবং বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। অপর দিকে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউপির চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে রোববার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ চার ইউপির নির্বাচন স্থগিত থাকবে। ১৫ জুন এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল।

অপর দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দেলদুয়ার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান।