বাংলাদেশকে ফাইজারের আরও ১৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ফাইজারের আরও ১৮ লাখ ডোজ করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশকে ফাইজারের আরও ১৮ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ চালানসহ বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দিয়েছে দেশটি।

মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশে ১২ বছর এবং তার বেশি বয়সীদের টিকাদান কর্মসূচি চালিয়ে যেতে এ ডোজগুলো সহায়ক হবে। নতুন উপহার দেওয়া টিকা ২০২১ সালের শেষ নাগাদ টিকা পাওয়ার উপযুক্ত জনসংখ্যার ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মোকাবিলায় ২০২২ সাল নাগাদ সারা বিশ্বে বিনা মূল্যে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার অঙ্গীকার রয়েছে যুক্তরাষ্ট্রের। এর অংশ হিসেবে বাংলাদেশকে ফাইজারের এ টিকা দেওয়া হচ্ছে।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার টিকাদান কার্যক্রমে সহযোগিতা করতে এবং মহামারি প্রতিরোধ জোরদারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ৬ হাজার ৮০০ জনের বেশি স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি টিকা সংরক্ষণ ও সারা দেশে কোল্ড চেইন বজায় রেখে টিকা সরবরাহ করতে বাংলাদেশকে ১৮টি কোল্ড চেইন ফ্রিজার ট্রাক দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, টিকার অনুদান এবং সহায়তা ছাড়াও করোনা মোকাবিলায় ১২ কোটি ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে মার্কিন সরকার। এ ছাড়া বিশ্বব্যাপী টিকা প্রাপ্তির সমতার জন্য কোভ্যাক্স কার্যক্রমের আওতায় ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে দেশটি।