বাংলাদেশ থেকে কুয়েত ভ্রমণে শর্ত

আগামী ৮ মার্চ থেকে বাংলাদেশ থেকে কুয়েতে প্রবেশকারীদের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে কুয়েত সরকার এই শর্ত আরোপ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতে প্রবেশকারীদের অবশ্যই বাংলাদেশস্থ কুয়েত দূতাবাসের অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নন মর্মে প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে। করোনাভাইরাস পরীক্ষা সনদ ব্যতীত কেউ কুয়েতে ভ্রমণের চেষ্টা করলে তাঁকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে।

ঢাকায় কুয়েত দূতাবাসের অনুমোদিত মেডিকেল সেন্টারগুলো থেকে ওই প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রয়োজনে www.gamcabd.org ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।