default-image

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এ টি এম আবদুল ওয়াহ্হাব। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাগুরা-১ আসনের সাবেক এই সাংসদ তিন বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

উল্লেখ্য, ৭ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদ্য সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়। রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ আজ থেকে তিন বছরের জন্য এ টি এম আবদুল ওয়াহ্হাবকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। এ ছাড়া বর্তমান ম্যানেজিং বোর্ড ভেঙে তিন মাসের জন্য ১৪ সদস্যবিশিষ্ট অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন