বাসের অগ্রিম টিকিট ৫ আগস্ট থেকে

ফাইল ছবি
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূর পাল্লার বাসের অগ্রিম টিকিট আগামী ৫ আগস্ট থেকে ছাড়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। ওই দিন থেকে ঈদের আগের যে কোনো দিনের টিকিট পাওয়া যাবে।

জানতে চাইলে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল প্রথম আলোকে বলেন, আমরা আজ সবাই সভা করে ৫ আগস্ট রোববার সকাল থেকে দূর পাল্লার বাসের অগ্রিম টিকিট দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ টিকিট দেব। এ দিন ঈদের আগে যে কোনো দিনের টিকিট সংগ্রহ করা যাবে বলে জানান তিনি। এবারে কোনো দিনের টিকিটের চাহিদা বেশি জানতে চাইলে তিনি বলেন, বাসের টিকিট শুরু করার পর আমরা বলতে পারব কোন দিনের টিকিটের চাহিদা বেশি।

এদিকে ট্রেনের আগাম টিকিট ৮ আগস্ট থেকে দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হবে। ৮ আগস্ট দেওয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের আগাম টিকিট দেওয়া হবে।