বিএনপি নেতা গৌতম চক্রবর্তী মারা গেছেন

গৌতম চক্রবর্তী
ফাইল ছবি

বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী (৬৭) মারা গেছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

গৌতম চক্রবর্তীর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তাঁর মরদেহ দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গৌতম চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব।

গৌতম চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন মির্জা ফখরুল। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

গৌতম চক্রবর্তী টাঙ্গাইল-৬ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। তিনি দুবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার ১৯৯৬ সালে, অন্যবার ২০০১ সালে।

২০০১ সালে গঠিত বিএনপি সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন গৌতম চক্রবর্তী।
গৌতম চক্রবর্তী বিএনপির কেন্দ্রীয় পল্লি উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক ছিলেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন গৌতম চক্রবর্তী। এ সংগঠনের পক্ষ থেকে তিনি ১৫ মে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চ্যুয়ালি মতবিনিময় করেছিলেন।