বিদায় সংবর্ধনা
লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মোতাহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, অভিভাবক সদস্য আলহাজ নূরুজ্জামান, কলেজের সহকারী অধ্যাপক আবদুল জলিল সরকার, সহকারী অধ্যাপক খবির উদ্দিন, শেফাতিয়া মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হাবিবুল্লাহ বাহার, এস এস উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।