করোনাভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সরকারের জারি করা বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আজ বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে ভার্চ্যুয়ালি সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপারসহ সব ইউনিট প্রধান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এ নির্দেশনা দেন আইজিপি।
পুলিশ সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি সরকারি বিধিনিষেধ চলাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।
করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়নে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহায়তায় সবার সহযোগিতা কামনা করেছেন আইজিপি।