ব্রাহ্মণবাড়িয়ায় ইমাম হত্যায় দুই ভাই ও ভাতিজা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় আবদুর রহিম নামের এক ইমাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর দুই ভাই ও এক ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার তাঁদের রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
গ্রেপ্তার তিনজন হলেন আবদুর রহিমের ভাই সাহেদ মিয়া (৫০) ও আবদুল্লাহ (৪০) এবং ভাতিজা জুনাইদ মিয়া (২০)। মামলার অপর আসামি আবদুল্লাহর স্ত্রী রত্না বেগম (৩৫) পলাতক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আবদুর রহিম পেশায় ইমাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করতেন। গত ২০ জুলাই রহিমকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত ছিলেন নিহত ব্যক্তির দুই ভাই, এক ভাতিজা ও এক ভাইয়ের স্ত্রী। হত্যাকাণ্ডের পর আসামিরা পলাতক ছিলেন। গতকাল অভিযান চালিয়ে খিলগাঁও এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
খুনের কারণ সম্পর্কে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর সাংবাদিকদের জানান, ঈদুল আজহার আগের দিন রহিমের দুই ভাই পরিবারসহ ঢাকা থেকে বাড়িতে আসেন। তখন রহিম তাঁর বসতঘরের ভিটের মাটি ঠিকঠাক করার কাজ করছিলেন। মাটি ফেলাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আসামিরা বল্লম ও লাঠি দিয়ে জখম করে রহিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।