ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় আরও দুজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, তাঁরা হেফাজতের কর্মী। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা শহরের কাজীপাড়া এলাকার হেফাজতের কর্মী আকাশ মিয়া (৩৫) ও সদর উপজেলার ঘাটুরা এলাকার আঙ্গুর সরকার (৩৫)। তাঁদের গত ২৮ মার্চের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা দুষ্কৃতকারী।

৫৬টির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়।

গতকাল মধ্যরাত থেকে আজ সকাল নয়টা পর্যন্ত পুলিশের বিশেষ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলা সদর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বিকেল পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হেফাজতের কর্মী।