ভাসানচর সফর করলেন চীনা রাষ্ট্রদূত

প্রথম আলো ফাইল ছবি

চীনের রাষ্ট্রদূত লি জিমিং প্রথমবারের মতো ভাসানচর সফর করেছেন। সেখানে কক্সবাজার থেকে স্থানান্তরিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

২ থেকে ৪ জুন নোয়াখালীর ওই চরে গিয়ে লি জিমিং চীনের দুটি চলমান প্রকল্প পরিদর্শন করেছেন।

ভাসানচর গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন লি জিমিং। তিনি ভাসানচর সফরের সময় আশ্রয়ণ প্রকল্প-৩–এর (ভাসানচর প্রকল্পের আনুষ্ঠানিক নাম) উপপরিচালক কমান্ডার মো. আনোয়ারুল কবীর এবং শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক অতিরিক্ত পরিচালক মোয়াজ্জেম হোসেনের সঙ্গে মতবিনিময় করেন। ভাসানচরে চীনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন ঢাকায় চীন দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর ওয়াং ঝিহং।

গত এপ্রিলে কক্সবাজার সফর করেন লি জিমিং।