ভোট শেষ, গণনা শুরু

শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবের আমেজে দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৭-১৮) দুই দিনের নির্বাচনের ভোট গ্রহণ গতকাল শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে বিরতি দিয়ে রাতেই ভোট গণনা শুরু হয়।
নির্বাচন উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান বলেন, ভোটার ছিলেন ৫ হাজার ৮০ জন। দুই দিনে ৩ হাজার ৯২৮ জন ভোট দিয়েছেন। আনুষ্ঠানিক ফল ঘোষণা করতে সকাল (শুক্রবার) হয়ে যেতে পারে।
এবারের নির্বাচনে সভাপতি পদে আইনজীবী আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে রবিউল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল হিসেবে পরিচিত) তাঁদের সমর্থন দিয়েছে। অন্যদিকে, সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি-জামায়াত জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল হিসেবে পরিচিত) সমর্থন দিয়েছে।
সভাপতির একটি, সহসভাপতির দুটি, সম্পাদকের একটি, কোষাধ্যক্ষের একটি, সহসম্পাদকের দুটি, সদস্যের সাতটি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য আইনজীবীরা এই নেতৃত্ব নির্বাচন করে থাকেন।