মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪১তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জুন। এ উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদাঁড়ির মধুসূদন একাডেিম বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে৷ এর মধ্যে রয়েছে দুপুরে সাগরদাঁড়ির মধুমূর্তিতে মাল্যদান, সন্ধ্যায় কেশবপুরের আবু সারাফ সাদেক অডিটরিয়ামে মধুসূদন দত্তের জীবন-কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এ ছাড়া আলাচনা সভা, গীতি-আলেখ্য ও নাটক মঞ্চস্থ হবে। মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি সাগরদাঁড়ির জমিদারবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলীপুর হাসপাতালে মারা যান৷