মহেশখালীতে চোলাই মদসহ পাঁচ ব্যক্তি গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী পৌর এলাকায় শুক্রবার রাতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চোলাইমদসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। থানা পুলিশের ভাষ্যমতে, পৌর এলাকার কায়স্থপাড়া গ্রামে মহেশখালীর ইউএনও এ টি এম কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কাজল দের বাড়ি থেকে বিপুল পরিমাণের চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজল দে, শাহাজান হোসেন, মনজুর আলম, মনু মিয়া ও হূদয় কান্তি দেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।