মামুনুল হকের অবস্থা ‘খুবই খারাপ’ দাবি করে মুক্তি চাইল খেলাফত মজলিস

মামুনুল হক
ছবি: ফেসবুক থেকে

কারাগারে মাওলানা মামুনুল হকের অবস্থা খুবই খারাপ বলে দাবি করে অবিলম্বে তাঁর মুক্তি চেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের আমির শায়খুল হাদিস ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, ‘খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ অনেক নেতা-কর্মী দীর্ঘদিন কারাবন্দী। মামুনুল হকের শারীরিক অবস্থা খুবই খারাপ। আজকে (বুধবার) হুইলচেয়ারে বসিয়ে তাঁকে আদালতে আনা হয়েছে। এতে বোঝা যাচ্ছে, তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না। তাঁর সুচিকিৎসার প্রয়োজন।’

ইসমাঈল নূরপুরী ও জালালুদ্দীন আহমদ বলেন, ‘আমরা জানতে পেরেছি, কারাগারে অনেক ইসলামি নেতা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কঠিন ও দুর্বিষহ জীবন যাপন করছেন।’

মানবিক বিবেচনায় মাওলানা মামুনুল হকসহ সব ইসলামি নেতাকে ঈদুল আজহার আগেই মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।