মিতু শোনালেন মুশফিকুর রহিম হয়ে ওঠার গল্প

২০০০ সালে বিকেএসপিতে ভর্তির আগে পর্যন্ত মিতুর খেলা, অনুশীলন, আড্ডা, নাওয়াখাওয়া সবকিছুই ছিল বগুড়া শহরের মাটিডালি ক্রীড়া চক্রকে ঘিরে। এই ক্লাবের হয়েই ১৯৯৮ সালে মহল্লার পাশে শিকারপুর স্কুল মাঠে একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অভিষেক হয়েছিল মিতুর।
সেই ক্লাবের ৩৫ বছরপূর্তি উৎসবে এসে পুরোনো সতীর্থদের পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মিতু। মাটিডালি ক্রীড়া চক্রের সেই মিতুই হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
গতকাল শুক্রবার ক্লাবটির বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এসব অনুষ্ঠানে অংশ নেন মুশফিক।
সকাল নয়টায় মাটিডালি ক্রীড়া চক্রের কার্যালয় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। মুশফিক ছাড়াও শোভাযাত্রায় জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও বগুড়ার পুলিশ সুপার মোজম্মেল হক, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার এবং মুশফিকের বাবা ও মাটিডালি ক্রীড়া চক্রের সভাপতি মাহবুব হামিদ নেতৃত্ব দেন।