মীনা অ্যাওয়ার্ড পেলেন ১৯ সংবাদকর্মী ও লেখক

দেশের বিভিন্ন এলাকার সংবাদকর্মীদের শিশুবান্ধব কাজের জন্য পঞ্চমবারের মতো মীনা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শিশু অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৯ জন সংবাদকর্মী, লেখক, চলচ্চিত্রকার ও টিভি অনুষ্ঠান নির্মাতা পেয়েছেন এ পুরস্কার। গত বুধবার ঢাকার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০০৯ প্রদান করে।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর ক্যারল ডি রয় বলেন, শিশুদের কল্যাণে গণমাধ্যমের অনেক কাজ করার সুযোগ রয়েছে এবং সাংবাদিকেরাই পারেন এ দেশে অজস্র ‘মীনা’র জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এ বছর মীনা মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন—সাংবাদিকতায় (অনূর্ধ্ব-১৮) প্রথম আজমাইন ইকতেদার আদিব (শিশু অধিকার বার্তা), দ্বিতীয় সজীব খন্দকার (শিশু বুলি), তৃতীয় সাদেকুর রহমান নয়ন (শিশুধ্বনি)। ১৮ বছরের ঊর্ধ্ব বয়সী সাংবাদিকদের মধ্যে প্রথম হয়েছেন হোসাইন জাকির (দৈনিক যুগান্তর), দ্বিতীয় সুখদেব সানা (সাপ্তাহিক রোববার) ও তৃতীয় জাহাঙ্গীর আলম সরকার (সীমন্তিনী)। সৃজনশীল লেখা বিভাগে (অনূর্ধ্ব-১৮) প্রথম হয়েছেন নাবিলা শাওলীন ওরিয়ন (নবারুণ), দ্বিতীয় তানজিয়া আখতার সুমাইয়া (শিশু), তৃতীয় আব্দুল মতিন শিপন (উচ্ছ্বাস) এবং সৃজনশীল লেখা (১৮-ঊর্ধ্ব) বিভাগে প্রথম হয়েছেন আশরাফুল আলম পিন্টু (আনন্দ আলো), দ্বিতীয় হয়েছেন আবুল কালাম আজাদ (টইটুম্বর) ও তৃতীয় হয়েছেন শওকত হোসেন (সাত রং)। ইলেকট্রনিক বিভাগে পুরস্কার: টিভি সাংবাদিকতায় (অনূর্ধ্ব-১৮) প্রথম হয়েছেন তানজিয়া ইসলাম প্রিয়াংকা, দ্বিতীয় হয়েছেন মনির হোসেন তপু। টিভি সাংবাদিকতায় (১৮-ঊর্ধ্ব) প্রথম হয়েছেন মুন্নী সাহা, দ্বিতীয় শাহনাজ মুন্নী। টেলিভিশনে সৃজনশীল (১৮-ঊর্ধ্ব) বিভাগে প্রথম হয়েছেন মুশফিক মনজুর (আরটিভি), দ্বিতীয় তানভীর হোসেন প্রবাল (দেশ টিভি) ও তৃতীয় সোহেল মজুমদার (আরটিভি)।মীনা অ্যাওয়ার্ডের বিচারক ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সুমনা শারমীন, রোবায়েত ফেরদৌস, শাহনূর ওয়াহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।