মীর জুমলার পুলের খোঁজে

নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় গিয়ে কাউকে জিজ্ঞাসা করে লাভ নেই, কেউ জানে না কোথায় আছে পাগলা সেতু বা পুলের ধ্বংসাবশেষ। ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের একপাশে—নদীর পাড়ের কাছেই পড়ে আছে মোগল আমলের সেতুটির কিছু ভগ্নাংশ। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, আনুমানিক ১৬৬০ খ্রিষ্টাব্দে বাংলার সুবাদার মির্জা মওলার (মীর জুমলা) আমলে শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা নদীর সংযোগস্থল হিসেবে সেতুটি নির্মিত হয়েছিল। ১৯৬০ সালের দিকেও সেতুটি অক্ষুণ্ন ছিল বলে জানা যায়। বর্তমানে সেতুটির কয়েকটি মিনারের অংশবিশেষ টিকে আছে। এই ধ্বংসাবশেষ এখনই সংরক্ষণের ব্যবস্থা না করা হলে অচিরেই পুরোপুরি বিলীন হয়ে যাবে। ছবিগুলো বৃহস্পতিবারের।
পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই পুলের একটি মিনার।
পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই পুলের একটি মিনার।
সড়কের দিকে থাকা একটি মিনার। স্থানীয় লোকজন এটি ব্যবহার করছে।
সড়কের দিকে থাকা একটি মিনার। স্থানীয় লোকজন এটি ব্যবহার করছে।
সড়কের কাছের মিনারের পেছনের অংশ।
সড়কের কাছের মিনারের পেছনের অংশ।
নদীর কাছের মিনারটিও বিলীন হওয়ার পথে।
নদীর কাছের মিনারটিও বিলীন হওয়ার পথে।
দিন দিন ক্ষয়ে যাচ্ছে অবশিষ্ট অংশ।
দিন দিন ক্ষয়ে যাচ্ছে অবশিষ্ট অংশ।
ধ্বংসাবশেষের ভেতরের অংশে রাখা হয় মালামাল।
ধ্বংসাবশেষের ভেতরের অংশে রাখা হয় মালামাল।
স্থাপনার গায়ে মোগল স্থাপত্যশৈলীর নিদর্শন।
স্থাপনার গায়ে মোগল স্থাপত্যশৈলীর নিদর্শন।