মুসা বিন শমসেরকে তলব
শুল্ক ফাঁকির অভিযোগে একটি বিলাসবহুল গাড়ি আটকের ঘটনায় বক্তব্য দিতে ব্যবসায়ী মুসা বিন শমসেরসহ দুজনকে তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাঁদের আগামী ২০ এপ্রিল অধিদপ্তরের সদর দপ্তরে হাজির হতে বলা হয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, গত মঙ্গলবার ধানমন্ডি এলাকা থেকে মুসা বিন শমসেরের ব্যবহার করা একটি রেঞ্জ রোভার গাড়ি আটক করা হয়। গাড়িটি পাবনার দিলালপুরের ফারুক-উজ-জামান চৌধুরীর নামে নিবন্ধন করা।
চিঠিতে বলা হয়েছে, এর মাধ্যমে কারনেট সুবিধার শর্ত লঙ্ঘন করা হয়েছে, শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে এবং শুল্ক ফাঁকি দেওয়া অর্থের বিভিন্নভাবে রূপান্তর ঘটেছে, যা মানি লন্ডারিং আইনে শুল্কসংক্রান্ত ‘সম্পৃক্ত অপরাধ’। এ ছাড়া ভোলা বিআরটিএর কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র দিয়ে গাড়িটির নিবন্ধন দুর্নীতির পর্যায়ে পড়ে—এটি দুর্নীতি দমন কমিশনের তদন্তযোগ্য।