মৃত্যু বার্ষিকী

ইবনে ফজল বদিউজ্জামান
লে. ইবনে ফজল বদিউজ্জামানের (বীর প্রতীক) ৪৫তম শাহাদতবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে আখাউড়ায় সীমান্তবর্তী রামধন নগর গ্রামে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। শাহাদতবার্ষিকী উপলক্ষে শহীদ লে. বদিউজ্জামান (বীর প্রতীক) স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে আজ শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী থানায় কলেজ রামদিয়ায় তাঁর নিজ বাড়িতে এবং আখাউড়ায় শহীদের কবরে পবিত্র কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আশরাফ উদ্দিন আহমেদ
বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, খুলনা লায়ন্স বাংলাদেশের সাবেক রিজিওনাল চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের পল্লবীর বাসভবনে কোরআনখানি, মোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি

রেণুকা দাশগুপ্ত
বরিশালের গৈলা গ্রামের বাসিন্দা রেণুকা দাশগুপ্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার গ্রামের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। তাঁর স্বামী সত্যরঞ্জন দাশগুপ্ত পাকিস্তান আমলে গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়ে দুবার কারাবরণ করেন। বিজ্ঞপ্তি।