মোহাম্মদ মনিরুজ্জামান

প্রখ্যাত কবি, গীতিকার ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে যশোরে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তাঁর স্বজনেরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও কৃতী এই সাহিত্যিক ২০০৮ সালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।