ময়মনসিংহে চট্টগ্রামগামী বাসে বেশি ভাড়া আদায়

ঈদের ছুটি শেষে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিভিন্ন পরিবহনের বাসে কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহন কর্তৃপক্ষের দাবি, ঈদ উপলক্ষে মালিক সমিতির নির্দেশেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, ঈদ উপলক্ষে ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গ ও সিলেটগামী বাসের ভাড়া না বাড়ানো হলেও চট্টগ্রামের ভাড়া ১৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।
গতকাল শনিবার দুপুরে শহরের জুবলি সড়কে অবস্থিত ইউনাইটেড পরিবহনের টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায়, যাত্রীপ্রতি ময়মনসিংহ থেকে চট্টগ্রামের ভাড়া নেওয়া হচ্ছে ৯০০ টাকা। স্বাভাবিক সময়ে এই ভাড়া ৫৫০ টাকা।
বেশি ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে কাউন্টারের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘মালিক সমিতির নির্দেশেই আমরা এই ভাড়া নিচ্ছি। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ভাড়াই নেওয়া হবে।’ তিনি আরও দাবি করেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের সরকার-নির্ধারিত স্বাভাবিক ভাড়া ৭৩০ টাকা। সারা বছর লোকসান দিয়ে ৫৫০ টাকা করে নেওয়া হয়।
জুবলি রোডে অবস্থিত এয়ারলাইন পরিবহনের কাউন্টার ও কাচারি রোডে শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটিডের কাউন্টারে গিয়েও দেখা যায়, শুধু চট্টগ্রামগামী বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে। দুটি কাউন্টার থেকে জানা যায়, মালিক সমিতির নির্দেশেই ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হবে।
ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির দাবি, তারা ভাড়া বাড়ানোর কোনো নির্দেশনা দেয়নি। পরিবহনগুলো উল্টো ভাড়া না বাড়ানোর নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক বিকাশ সরকার বলেন, ‘ময়মনসিংহ থেকে চট্টগ্রামের নির্ধারিত ভাড়া ৫৫০ টাকা। ঈদ উপলক্ষে যেন এক টাকাও বেশি আদায় না করা হয়, সেই নির্দেশনা আমরা দিয়ে রেখেছি।’