রাজধানীতে পানির ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

সকাল থেকেই ছোট্ট ছেলেটিকে পাচ্ছিলেন না বাড়ির লোকজন। অনেক খোঁজাখুঁজির পর পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের অস্থায়ী পানির ট্যাংকে পাওয়া যায় তাকে। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার রাজধানীর রমনায় ইস্কাটন গার্ডেনের একটি বাসায়। শিশুটির নাম মো. সানি (৫)। সানি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম গফুর মুন্সী। তিনি একটি বেসরকারি ব্যাংকের অফিস সহকারীর চাকরি করেন। তিন ভাইয়ের মধ্যে সানি সবার ছোট। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার সারিয়ারচর গ্রামে।

শিশুটির মা সাদিয়া জানান, ইস্কাটন গার্ডেনে একটি ভাড়া বাসায় থাকেন তাঁরা। সকাল থেকে হঠাৎ করে ছোট ছেলে সানিকে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের একটি অস্থায়ী পানির ট্যাংকের ভেতর তাকে পাওয়া যায়। সেখান থেকে সানিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর ১টা ২০ মিনিটের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।