রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪, শনাক্ত ১৬৫

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ঈদের পর বিভাগের আট জেলায় এটি এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

এর আগে বুধবার ২৪ ঘণ্টায় বিভাগে ১১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আজ শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩ জন ও রাজশাহীতে ১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫২৪। এর মধ্যে সর্বোচ্চ ৩০৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জন মারা গেছেন রাজশাহীতে। চাঁপাইনবাবগঞ্জে ২৫, নওগাঁয় ৩৭, নাটোরে ২০, জয়পুরহাটে ১১, সিরাজগঞ্জে ২৩ ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়। এদিকে বিভাগে ১৫ মে করোনা শনাক্ত হয়েছে ৫২ জনের, ১৬ মে ৪৩, ১৭ মে শনাক্ত ৮২, ১৮ মে ৭২, ১৯ মে ১২৪ ও ২০ মে ১১৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। তাঁরা ভারতীয় ধরনে আক্রান্ত কি না, তা দেখা হচ্ছে।