রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ স্মরণে সভা-দোয়া মাহফিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল স্মরণে সভা ও দোয়া মাহফিল করেছে চারুকলা অনুষদ। আজ রোববার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদ দোয়া মাহফিল পরিচালনা করেন। এরপর মাহমুদ হাবিবের স্মরণে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম, নিহত মাহমুদ হাবিবের মা, নানা, মামা, খালু, অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমরা ছাত্র–শিক্ষক সবাই মিলে হিমেলের পরিবারের পাশে দাঁড়িয়েছি। কারণ, এ অবস্থায় তার পরিবারের পাশে থাকাটা গুরুত্বপূর্ণ। আমরা এই নির্মম নারকীয় হত্যাকাণ্ডের সমবেদনা জানাই। আমরা চাই, আর কোনো হিমেলকে যেন এভাবে চলে যেতে না হয়। এটাই যেন শেষ হয়। এই বিশ্ববিদ্যালয় তোমাদের, তোমাদের জন্যই আমরা। আমরা এই সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব রাখতে চাই না। বিশ্ববিদ্যালয়ে আমরা যেন যেকোনো সমস্যায় সবাই সবার পাশে দাঁড়াতে পারি।’
উপাচার্য আরও বলেন, ‘হিমেল আমাদের জন্য সম্ভাবনাময় ছিল, কিন্তু অকালেই তার প্রাণ ঝরে গেছে। তাকে নিয়ে আমরা অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে, কিছু বাকি আছে। আশা করি, দ্রুতই এগুলোর বাস্তবায়িত হবে।’
১ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে শহীদ হবিবুর রহমান হলের সামনে মালবাহী ট্রাকের ধাক্কায় মাহমুদ হাবিব নিহত হয়েছেন। তিনি চারুকলা অনুষদের ২০১৬-১৭ বর্ষের ছাত্র ছিলেন।