রাতুলের রহস্য

মঈনুল হোসেন রাতুল
মঈনুল হোসেন রাতুল

সব বিষয়েই তার মনোযাগ থাকলেও মাতৃভাষা বাংলার প্রতি একটু বেশিই দরদ। নাম তার মঈনুল হোসেন রাতুল। টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। রহস্য ভেদ করে রাতুল সেটিই প্রমাণ করে দিল এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে সেরাদের সেরা হয়ে। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখা রাতুল জানায়, বাংলা ভাষা তার প্রাণের ভাষা। সেরাদের সেরা হওয়ায় বাংলা ভাষা শিখতে ও জানতে চর্চা করবে আরও বেশি করে।
কামরান পারভেজ