রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত। এত বড় একটা ঘটনায় আমরা আতঙ্কিত। এর সঙ্গে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি জড়িত। এ ঘটনার পর “ক্লিন ইমেজ” ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।’
গতকাল বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজের ভালুকা অংশের অগ্রগতি পরিদর্শন শেষে ভালুকার ভান্ডাব এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, সততা ও সাহসিকতার পরিচয় দিয়ে গভর্নর পদত্যাগ করেছেন। তবে তিনি এ ঘটনার দায় অস্বীকার করতে পারেন না।
চার লেনের কাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ এম আমান উল্লাহ, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফাসহ চার লেন প্রকল্পের কর্মকর্তারা।
এ ছাড়া বেলা ১১ থেকে দুইটা পর্যন্ত মন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সময় মন্ত্রী তাঁদের দুটি বিআরটিসির বাস দেওয়ার ঘোষণা দেন।
বাসসংকটের কারণে ওই বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী দীর্ঘদিন ধরে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। এ নিয়ে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।