রুহিতপুর-সোনাকান্দা সড়কজুড়ে খানাখন্দ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর-সোনাকান্দা সড়কের প্রায় তিন কিলোমিটার জুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষায় সড়কের বড় বড় গর্তে পানি জমে গেছে। এতে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, রুহিতপুর বাজারধর্মশুর সংযোগ সড়কের সামনে বালুরটেক, সোনাকান্দা ও দড়িগঁাও এলাকায় ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে।এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে। এ ছাড়া অনেক জায়গায় সড়কের কার্পেটিং উঠে গেছে। এসব এলাকায় যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।
রুহিতপুর-আবদুল্লাহপুর রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) চালক ইরফান আলী (৪৭) বলেন, এক বছরের বেশি সময় ধরে এ সড়কটির অবস্থা বেহাল।অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। এতে যান চলাচলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে।
রাজেন্দ্রপুর এলাকার ট্রাকচালক সাইফুদ্দিন মিয়া বলেন, রাস্তার কর্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া বের হয়ে গেছে। এতে যান চলাচলে সমস্যা হয়। শিগগিরই সড়কটির সংস্কার করা না হলে যান চলাচল বন্ধ হয়ে যাবে।
বালুরটেক গ্রামের বাসিন্দা মধু মিয়া (৬২) বলেন, সড়কের গর্তগুলোতে বৃষ্টির পানি জমে থাকে। এতে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। জনগণের স্বার্থে অবিলম্বে সড়কটি সংস্কার করা দরকার।
কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ তাইজুল ইসলাম বলেন, কলাতিয়া থেকে রুহিতপুর-দড়িগাও-মাওয়া সংযোগ সড়ক পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য সরকার এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কয়েক মাস আগে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। শিগগিরই সংস্কারকাজ শুরু হবে।