রোজিনার কারামুক্তি: জাপানে বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরামের সন্তোষ

মুক্তি পাওয়ার পর কারাগার থেকে বেরিয়ে আসেন রোজিনা ইসলাম। কাশিমপুর, গাজীপুর, ২৩ মে
ছবি: সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিনে মুক্তি দেওয়ায় জাপানের বাংলাদেশ সাংবাদিক–লেখক ফোরাম সন্তোষ প্রকাশ করেছে। সংগঠনটি এক বিবৃতিতে সরকারের পদক্ষেপকে স্বাগত জানালেও রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে।

রোববার ফোরামের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ মোতাহার হোসেনের স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয় যে সংবাদমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার স্বার্থে সরকারের উচিত হবে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

গত কয়েক দিনে বাংলাদেশের সাংবাদিক সমাজ যে অভূতপূর্ব ঐক্যের প্রতিফলন ঘটিয়েছে, ফোরামের নেতৃত্ব তার প্রশংসা করেছেন।

তাঁরা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু সাংবাদিকতার বিকাশ ঘটানোর পথে বাধা হয়ে দেখা দেওয়া বিভিন্ন আইন সংশোধন করে নিয়ে সেগুলো সময়োপযোগী করে নেওয়া এবং প্রয়োজনে সেসব আইন তুলে নেওয়ার দাবিতেও ভবিষ্যতে সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থাকবেন।